ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সরকারি জমি দখল করে বাড়ি-দোকান নির্মাণের অভিযোগ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৪, ২৩ জানুয়ারি ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় সরকারি জমি দখল করে বসতবাড়ি ও দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। 

এলাকাবাসীরা জানান, শংকরপুর গ্রামের পল্লী চিকিৎসক মিজানুর রহমান ১৯৮৫ সালে জালালাবাদ বাজারে মোসলেম আহম্মেদের কাছ থেকে ১ শতক জমি ক্রয় করেন। পরে সেখানে দেড় শতক জমি দখল করে বসতবাড়ি ও দোকান ঘর নির্মাণের চেষ্টা করেন তিনি। এসময় এলাকাবাসীর অভিযোগে সাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন নির্মাণাধীন দোকান ঘর ভেঙ্গে দিয়ে স্থাপনা বন্ধের নির্দেশ দেন। 

তিনি বদলী হয়ে যাওয়ার পরে ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে আবারও ওই জায়গায় দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন পল্লী চিকিৎসক মিজানুর রহমান। 

এ বিষয়ে জালালাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানান, তিনি মিজানুর রহমানকে জমি মাপযোপের পর দোকান ঘর নির্মাণের কথা বলেছেন। 

তিনি আরও বলেন, ‘ওই স্থানে সরকারের ১৮ শতক জমি রয়েছে। ওই জমি মাপ দিয়ে বের করে আলাদা করা হবে।’ 

অভিযুক্ত পল্লী চিকিৎসক মিজানুর রহমান জানান, উপজেলার এক নেতার নির্দেশে ওই দোকান ঘর নির্মাণের কাজ করছেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

এদিকে, সরকারি জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন জালালাবাদ বাজার এলাকার মানুষ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি