ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড, ছোট ভাইয়ের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

উত্যক্তের প্রতিবাদ করায় নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে রেজাউল মোল্যা (১৫) নামে এক কিশোরকে হত্যার ঘটনায় বড়ভাই বাছের মোল্যাকে (৬০) মৃত্যুদণ্ড এবং ছোট ভাই কামাল মোল্যাকে (৪৭) আমৃত্যু যাবজ্জীবন রায় দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের বাড়ি যশোরের অভয়নগর থানার কামকুল গ্রামে।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নড়াইলের শিমুলিয়া গ্রামের রাবুল মোল্যার বিধবা বোন রোকেয়া বেগমকে প্রায়ই উত্যক্ত করতেন আসামি বাছের মোল্যা। এ ঘটনার প্রতিবাদ করায় ২০১৯ সালের ২৬ জুন রাত সাড়ে ৮টার দিকে রাবুল মোল্যার কিশোর ছেলে রেজাউলকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে আসামি বাছের ও তার ছোটভাই কামাল মোল্যা। 

পরদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।

সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙ্গে পড়েন আসামিপক্ষের পরিবারের সদস্যরা। 

এদিকে, রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহত রেজাউলের বড় চাচা দিলু মোল্যা বলেন, আমরা এ রায় দ্রুত কার্যকর চাই।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি