ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হাতিয়ায় ১৪০ মণ জাটকা জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৩, ২৩ জানুয়ারি ২০২২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর মৌলভীর চর এলাকায় অভিযান চালিয়ে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মাছগুলো ভোলার হাজিরহাট ঘাট থেকে হাতিয়ার টাংকিরঘাট নিয়ে যাওয়া হচ্ছিল।

শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতে জব্দকৃত মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থীসহ স্থানীয় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মৌলভীর চর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের বিসিজি স্টেশন। অভিযানকালে মৌলভীরচরের উত্তর পাশে মেঘনা নদীতে দুটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ১৪টি ঝুঁড়ি থেকে ১৪০ মণ জাটকা মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে জাটকা মাছগুলো এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। 

জব্দকৃত মাছগুলোর বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি