ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শালিস বৈঠকে যুবক খুন, আহত তিন ভাই

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৩ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৪৮, ২৩ জানুয়ারি ২০২২

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে শালিসী বৈঠকে এসে মোহাম্মদ বদন (৪০) নামের এক যুবক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার তিন ভাই।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত বদরখালী ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত সৃষ্ট বিরোধ নিরসনে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কার্যালয়ে শালিস বৈঠকে মোহাম্মদ বদন ও তার ভাইয়েরা উপস্থিত হন। সেখানে প্রতিপক্ষ আবদুল জলিলের পুত্র ছোটন, সাগর ও রাজিবও হাজির হন। 

এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দা ও ছুরি নিয়ে বদনদের উপর হামলা চালায়। এতে এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বদনের মৃত্যু হয়, গুরুতর আহত হন তার তিন ভাই। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি