ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেনাপোলে গাঁজাসহ ৩ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২০, ২৩ জানুয়ারি ২০২২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫ কেজি গাঁজাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ জানুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলো, মনিরামপুর থানার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারভীন বেগম (৩৫), কোতয়ালী থানার বসুন্দিয়া (সদুল্লাহপুর) গ্রামের আঃ গফফার খানের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার মৃত আফছার মোড়লের ছেলে আনিচুর রহমান (৪৮)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদে, বেনাপোল পোর্ট থানার এসআই রোকানুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বোয়ালিয়া মোড়ে জাকির হোসেনের হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে ৫ কেজি গাঁজাসহ তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি