ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সূর্যের দেখা নেই, ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজবাড়ী 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৪, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে গত তিনদিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। শীতে জনজীবন স্থবির হয়ে পরেছে। শীতের কারণে বিশেষ করে নিম্ম আয়ের মানুষ, কৃষক ও চাষিদের ফসল বোনা ও চলাচলে সমস্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ঘন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে গুড়ি-গুড়ি বৃষ্টিও পরতে দেখা যাচ্ছে।

এতে বিপর্যস্থ হয়ে পরেছে সাধারণ মানুষের চলাচল। বিপাকে পরেছেন খেটে খাওয়া মানুষেরা। গত দুইদিন ধরে মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও আজ আর সূর্যের দেখা মিলছে না এক মূহুর্তের জন্যেও। সকাল থেকে একই অবস্থা বিরাজমান রয়েছে। রাস্তায় যানবাহনগুলো হেডলাইট জালিয়ে চলছে।

বিভিন্ন ধরনের সবজি আবাদে দেখা দিয়েছে নানান সমস্যা। আবাদী সবজি ক্ষেত ঘন কুয়াশার কারনে চাষিদের লোকসানের আশঙ্কা রয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি