ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রংপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২৩ জানুয়ারি ২০২২

রংপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর নব্দীগঞ্জে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেসের বাসটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৩ জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও ১ জন মারা গেছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি