ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কালুখালীতে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৫, ২৩ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়ায় দ্রুত গতির কাভার্ডভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সায়মন মৃধা (৫)। শিশু সায়মন একই ইউনিয়নের চরচিলকা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।

রোববার দুপুরে ইউনিয়নের পাইকারা মোর নামক স্থানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিহত শিশুর পরিবার।

নিহত সায়মনের চাচী লিমা খাতুন জানান, সায়মন ও তার মা এবং তিনিসহ আরও বেশ কয়েকজন বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশে হাট থেকে একটি ইজিবাইক যোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ইজিবাইকটি বাড়ির সামনে দাঁড়ায়। তারা ইজিবাইকের ভাড়া দেবার সময় সায়মন হঠাৎ করে দৌড়ে রাস্তা পার হতে দৌড় দেয়। সে সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান এসে তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

পাংশা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর সালাউদ্দিন মোল্লা জানিয়েছেন, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি