ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে বন্দুক-রামদাসহ যুবক আটক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৩, ২৪ জানুয়ারি ২০২২

ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি বন্দুক ও রামদাসহ নূর ইসলাম রাসেল নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

রোববার গভীর রাতে সোনাগাজী সদর ইউনিয়নের চর খোয়াজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মাঝি বাড়িতে অভিযান চালায়। এসময় নূর ইসলাম রাসেল নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেখানো মতে ঘরের সিলিং থেকে একটি দোনালা বন্দুক ও দুটি একনলা বন্দুকসহ একটি রামদা উদ্ধার হয়।

আটক নূর ইসলাম রাসেল (৩৪) একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে সোনাগাজী মডেল থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি