ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৪, ২৪ জানুয়ারি ২০২২

আটক ঘাতক বাসটি

আটক ঘাতক বাসটি

নাটোরের সিংড়ায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনার পর বসুন্ধরা পরিবহন নামে ঘাতক বাসটিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দাঁতমানিক গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজওয়ানুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে সিংড়া থেকে বাড়ি ফিরছিলেন রাসেল আহমেদ। পথে বাঁশের ব্রিজ এলাকায় বগুড়া থেকে নাটোরগামী বসুন্ধরা পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৩-০৯৬৩ নম্বরের যাত্রীবাসী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা রাসেলের মরদেহ নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় কোনও মামলা দায়ের করা হয়নি, জানান ওসি।

স্থানীয়রা বাসটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি