ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ২৪ জানুয়ারি ২০২২

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক না পড়া এবং হেলেমেটবিহীন মোটরসাইকেল চালানোয় ৯ জনকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দুপুরে হিলির চেকপোস্ট সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম।

তিনি বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারি যেসব নির্দেশনা জারি করা হয়েছে সে সম্পর্কে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা চালানো হয়েছে। এরপরেও মানুষজন সেগুলো মানছেন না। ফলে অভিযান পরিচালনা করে ৯ জনকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। 

করোনা সংক্রমণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি