ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নাটোরের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ২৪ জানুয়ারি ২০২২

নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসকের একান্ত সহকারী রথিন চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়া জেলা প্রশাসক তার ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি পোষ্ট দিয়ে লিখেছেন সম্প্রতি, ঢাকায় জেলা প্রশাসকের সম্মেলন শেষে নাটোরে কর্মস্থলে ফিরেছেন গত ক’দিন আগে। গত দুদিন থেকে তার শরীরটা খারাপ যাচ্ছিল। এতদসত্বেও তিনি অনলাইনে দপ্তরে কাজকর্মসহ বিভিন্ন মিটিং করছিলেন। শরীরটা বেশি খারাপ করায় আজ করোনা পরীক্ষা করার পর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি তার বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তার সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

এদিকে নাটোর জনবান্ধব জেলা প্রশাসক মো. শামীম আহমেদ করোনা আক্রান্ত হওয়ায় মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জেলা প্রশাসনের সকল স্তারের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নাটোরে কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি তার দ্রুত আরোগ্য কামনা করেছে। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি