ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

হাত-পা বাঁধা নারী গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬, ২৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:২৬, ২৫ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতঘর থেকে হাত-পা বাঁধা মুক্তা বেগম নামে এক গার্মেন্টস কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহাগ পলাতক রয়েছেন।

সোমবার রাতে মিজমিজি পাগলাবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুক্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার খড়মপুর গ্রামের খাঁ বাড়ির খোকন মিয়ার মেয়ে। স্বামী-স্ত্রী দুইজনই গার্মেন্টসে কাজ করতেন।

স্বজনদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাতে নিহতের খালাকে স্বামী সোহাগ ফোন করে জানায় তার স্ত্রী মুক্তাকে হত্যা করা হয়েছে। পরে মেয়ের চাচাকে বিষয়টি জানালে সে পুলিশকে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে অর্ধগলিত লাশ উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে যায়। 

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি