ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শাবিপ্রবি শিক্ষকের ফেনসিডিল আনতে গিয়ে ২ গার্ড আটক

একুশে টেলিভিশনশাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১১, ২৫ জানুয়ারি ২০২২ | আপডেট: ০৯:১৯, ২৫ জানুয়ারি ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মাজহারুল হাসান মজুমদারের জন্য ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২ গার্ড। 

সোমবার রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের গেইট দিয়ে গেস্ট হাউসের ভেতরে ঢোকার সময় একজন গার্ডকে আটক করেন শিক্ষার্থীরা। 

আটককৃত জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের সিকিউরিটি গার্ড। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে, শিক্ষক মাজহারুল হাসান মজুমদার তাকে এক ব্যক্তির কাছ থেকে একটি ঔষধ নিয়ে আসতে বলেন। ওই ঔষধটিই ফেনসিডিল। তবে, যার কাছ থেকে ওই ঔষধটি (ফেনসিডিল) নিয়ে এসেছেন তাকে তিনি চিনেন না।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এসময় আটককৃত ব্যক্তির সাথে দায়িত্বরত আরেক গার্ডকেও আটক করে পুলিশ।  

সিলেট জেলা মহানগরের উপ-কমিশনার বাহার আলী শেখ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তার কাছে একটি বোতল পাওয়া গেছে। বোতলের উপরের ফেনসিডিল লেখা আছে। পরে আটককৃত ব্যক্তিকে পুলিশের হেফাজতে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে শিক্ষক মাজহারুল হাসান মজুমদারকে একাধিকবার ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি