ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সাফারী পার্কে ৯ জেব্রার মৃত্যু, অনুসন্ধানে কর্তৃপক্ষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৭, ২৫ জানুয়ারি ২০২২

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে জন্ম নেয়া জেব্রাগুলোর মধ্যে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। একসঙ্গে এতগুলো প্রাণি কীভাবে মারা গেছে তা বলতে পারছে না পার্ক কর্তৃপক্ষ। তবে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমেছে বিশেষজ্ঞরা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার পার্ক পরিদর্শন, বনবিভাগ ও প্রাণি বিশারদদের নিয়ে গুরুত্বপূর্ণ সভার কথা রয়েছে। প্রাণি চিকিৎসক ও ঢাকা চিরিয়াখানার সাবেক পরিচালক ডা. এবিএম শহিদুল্লাহসহ বিশেষজ্ঞরা এই সভায় অংশ নেবেন।

পার্ক সূত্রে জানা গেছে, পার্কের কোর সাফারীতে গত ২০ দিনের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। জেব্রাগুলো শত্রুতাবশত কেউ কি হত্যা করেছে, নাকি খাবারে বিষক্রিয়ার ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু হয়েছে অথবা অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, সেসব বিষয় মাথায় রেখে অনুসন্ধান করছে পার্ক কর্তৃপক্ষ। 

রহস্যজনক মৃত্যুর সঠিক কারণ বের করার জন্য মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে বিভিন্ন ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে সেম্পল।

পার্কের সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার উপস্থিততিতে মরদেহগুলোর ময়নাতদন্ত করার হয়েছে। পরে সেম্পল সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। প্রাথমিকভাবে পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

সব শেষে জেব্রাগুলো মাটিচাপা দেওয়া হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি