ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

শপিং ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ২৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৪৩, ২৬ জানুয়ারি ২০২২

থানার সামনে ভ্যানে নবজাতকের মরদেহ

থানার সামনে ভ্যানে নবজাতকের মরদেহ

সিরাজগঞ্জে অনাবাদি জমিতে পড়ে থাকা শপিং ব্যাগ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার পৌর এলাকার জানপুর বটতলা এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, জানপুর মহল্লান বটতলা বেইলী ব্রীজের উত্তরপাশের একটি অনাবাদি জমিতে শপিং ব্যাগে নবজাতকের লাশ দেখে এলাকাবাসী খবর দেয় থানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি