শীতলক্ষ্যা থেকে যুবক-যুবতীর ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত : ১৫:০২, ২৬ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৫:০৪, ২৬ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারী ও যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন থাকলেও পুরুষের দেহে কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
বুধবার দুপুরে নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার মিনা মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশাপাশি শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক নারী ও এক যুবকের মরদহে উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩২ এবং যুবকের বয়স ২৮ বলে ধারণা করছে পুলিশ।
নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে। তবে পুরুষের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে ঘটনাটি হত্যাকাণ্ড না অন্য কিছু। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি, বলেন এসআই ফোরকান।
এএইচ/
আরও পড়ুন