ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নারী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৯, ২৬ জানুয়ারি ২০২২

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী এক নারী। নিহতের নাম রাবেয়া খাতুন (৪০)। বুধবার দুপুরে উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের বাগাচারা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ওই পথচারী মহাদেবপুর উপজেলার সরাইল গ্রামের আহম্মদ আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসী প্রাইভেটকারটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে। 

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনাস্থলে রাবেয়া খাতুন রাস্তা পারাপারের জন্য রাস্তার পাশেই অপেক্ষা করছিলেন। এসময় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে প্রাইভেটকারের চালক পথচারীকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালুতে নেমে যায়। এতে কারের যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি না হলেও চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ওসি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি