ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

সেন্টমার্টিনে ৪টি রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ২৮ জানুয়ারি ২০২২

কক্সবাজারের সেন্টমার্টিনে ৪টি রিসোর্টকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দ্বীপে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও বর্জ্য ব্যবস্থানার দায়ে এসব রিসোর্টকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সেন্টমার্টিনে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের  নির্বাহী ম্যাজিস্ট্রট নওরীণ হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল ইসলাম জানিয়েছেন, অভিযানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের দায়ে আটলান্টিক রিসোর্ট ও ড্রিমস প্যারাডাইস রিসোর্টকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে ফ্রেন্ডস রিসোর্টকে ৫০ হাজার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার দায়ে প্রিন্স হ্যাভেন রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মাজহারুল ইসলাম আরও জানান, ‘‘সম্প্রতি সেন্টমার্টিনে অবৈধভাবে বেশ কয়েকটি  স্থাপনা নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা করছে রিসোর্টগগুলো। এতে দ্বীপের পরিবেশ বেশ ঝুঁকির মুখে পড়েছে। তাই অপরিকল্পিত স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান চালানো হয়েছে।’’ 

অভিযান  অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকতা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি