ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শিক্ষকের স্ত্রীকে গলাকেটে হত্যা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ২৯ জানুয়ারি ২০২২

নরসিংদী শহরের একটি বাসা থেকে মানসুরা আক্তার (২৫) নামে এক শিক্ষকের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

শুক্রবার রাতে শহরের সাটিরপাড়া মহল্লার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানসুরা আক্তার শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান হিমেলের স্ত্রী ও পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান ও পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে থাকা শিক্ষক মশিউর রহমান হিমেল শুক্রবার দুপুর থেকে স্ত্রীকে বারবার ফোন করে না পেয়ে বিষয়টি শ্বশুর বাড়িতে জানান। 

পরে নিহতের বড় ভাই ও স্থানীয়রা চারতলা ওই বাড়ির নিচতলার বাসায় গিয়ে দরজা খোলা অবস্থায় একটি কক্ষে মানসুরার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার শিশু সন্তানকে বাড়ির সামনের একটি দোকানে দাঁড়ানো অবস্থায় পান। 

এসময় সদর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরির্শন করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

তবে, কে বা কারা কী কারণে এই হত্যার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

তদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি