ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পরকিয়া অভিযোগের পর নিখোঁজ, অতঃপর লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৭, ২৯ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর আলু ক্ষেত থেকে ধনপতি (৩২) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ ওঠার পরই তিনি নিখোঁজ হন।

শুক্রবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুরের ভাতগাঁও কান্দর পাড়ায় নিজের আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। মৃত ধনপতি কান্দর পাড়ার দয়ালের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ধনপতি দীর্ঘদিন যাবত এলাকার সিংটু নামের এক ব্যক্তির স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্কে জড়িত ছিল। বিষয়টি জানার পর আগেরদিন বৃহস্পতিবার রাতে ধনপতিকে ধরার জন্যে ধাওয়া করে সিংটু। এরপর থেকেই নিখোঁজ ছিল ধনপতি। 

পরে শুক্রবার বিকেলে নিজের আলুক্ষেতেই ধনপতির নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিজের জমিতেই ধনপতির মরদেহ পরে ছিল। মৃত্যুর রহস্য ও কারণ তাৎক্ষনিক উদঘাটন করা যায়নি, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি