ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪০, ২৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৪১, ২৯ জানুয়ারি ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাইমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার আবদুল কাদির ও কাজল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেল আরোহী দুপুরের দিকে চন্দ্রা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য গাজীপুর চৌরাস্তার দিকে আসছিল। হঠাৎ কোনাবাড়ী  থানাধীন বাইমাইল এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, নিহতের মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি