ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও এক জেব্রার মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩১, ২৯ জানুয়ারি ২০২২

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রার মৃত্যু হয়েছে। শনিবার সকালে কোর সাফারিতে জেব্রাটির মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসে সাফারি পার্কে  মোট ১০টি জেব্রার মৃত্যু হলো।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবীর জানান, গত কয়েকদিন ধরে দুটি জেব্রা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসা চলছিল। এর মধ্যে একটি জেব্রা সকালে মারা যায়, অন্য জেব্রাটির চিকিৎসা চলছে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে।
 
এ দিকে,মৃত্যুর কারণ ও প্রতিকারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি