ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ৪ জনের

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১০, ২৯ জানুয়ারি ২০২২ | আপডেট: ২২:৩৭, ২৯ জানুয়ারি ২০২২

মাদারীপুরের শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। শনিবার সাড়ে ৮টার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। 

পুলিশ লাশ উদ্ধার করে আহত ৩ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। আহত বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ঢাকা যাচ্ছিল। পেছন থেকে গ্রামীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। পরক্ষণেই পেছন থেকে আসা ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস একই প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ২ জন যাত্রী নিহত হয়।

প্রাইভেটকারে থাকা ৩ জনকে গুরুতর অবস্থায় শিবচরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি