ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ৩০ জানুয়ারি ২০২২

স্বজনদের আহাজারি

স্বজনদের আহাজারি

Ekushey Television Ltd.

নাটোরে স্ত্রী মিনা খাতুন (মিম)কে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছে বখাটে স্বামী রাজু প্রামাণিক ও তার সহযোগী। 

শনিবার সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী রাজু নাটোর শহরের বড়গাছা বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের ও নিহতের স্বজনরা জানান, নাটোর শহরের বুড়াদরগা এলাকার সুজন প্রামাণিকের ছেলে রাজু প্রামাণিকের সাথে বিয়ে হয় মৃত আব্দুল মোমিনের মেয়ে মিনা খাতুন মিমের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। রাজু তার স্ত্রী মিমকে মাঝে মধ্যেই মারধর করতো।

এনিয়ে নাটোর সদর থানায় রাজুর বিরুদ্ধে জিডিও করা হয়। 

অত্যাচারের এক পর্যায়ে প্রায় এক বছর পূর্বে মিমকে নিয়ে বাড়িতে চলে যায় তার মা চামেলী বেগম। মিমকে ফিরিয়ে নিতে মাঝে মাঝেই শ্বশুর বাড়িতে যেত রাজু। এ সময় মিম তার সাথে ফিরে আসতে না চাইলে মিমকে মেরে ফেলার ভয়ভীতি দেখাতো রাজু। 

এরই এক পর্যায়ে ঘটনার দিন রাজু ও তার সহযোগী একটি মোটরসাইকেলযোগে গিয়ে মিমকে এলাপাথারী ছুড়িকাঘাত করে। এ সময় মিমের ছোট বোন বাধা দিতে গেলে তাকেও ছুড়ি দিয়ে আঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। 

পরে আহত অবস্থায় মিমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজু ও তার সহযোগীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি