ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় সাজাপ্রাপ্ত এক নারী (৩৫) আসামিকে আটক করেছে পুলিশ। সে উপজেলা গোপিনাথপুর গ্রামের হবিবর মোড়লের স্ত্রী। 

শনিবার এ তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নাসির উদ্দীন, এএসআই সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, মেসবাহ উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করেন। 

আটককৃত ওই নারীর বিরুদ্ধে জিআর-৩৮/২০ মামলায় ওয়ারেন্ট রয়েছে। 

সে সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

অপরদিকে, কলারোয়ায় সীমান্তে কৃষ্ণ চন্দ্র দে (৪৫) নামে এক অনুপ্রেশকারীকে আটক করা হয়েছে। সে মুন্সিগঞ্জের রিকাবি বাজার এলাকার অতুল চন্দ্র দের ছেলে। 

কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার দেলোয়ার হোসেন জানান, অভিযান চালিয়ে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের মুন্দির এর পাশ থেকে তাকে আটক করা হয়। সে শনিবার সকাল ১০টার দিকে ভারত থেকে অবৈধভাবে সোনাই নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

এঘটনায় কলারোয়া থানায় একটি পাসপোর্ট আইনে মামলা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি