ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজশাহীতে কোভিড শনাক্ত হার ৬৩ শতাংশ

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৩০ জানুয়ারি ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তারা মারা যান। আর জেলায় নমুনা পরীক্ষা আনুপাতে শনাক্তের হার ৬৩ দশমিক ০৮ শতাংশ।

রোববার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানান রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। 

তিনি জানান, মৃত দুজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে। অপরজন নওগাঁর। এদের মধ্যে একজন নারী একজন পুরুষ। যাদের একজনের বয়স ৬০ ও অপরজনের ৩১ বছরের উপরে। একজন আইসিইউ অপরজন ২৯-৩০নং ওয়ার্ডে মারা যান।

শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার বিপরিতে রোগী ভর্তি রয়েছে ৬০ জন। যাদের মধ্যে করোনা আক্রান্ত ৩৪ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২২ জন। ২৪ ঘন্টায় রোগি ভর্তি হয়েছে ১১ জন। একসময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয়জন। 

রামেক পরিচালক জানান, শনিবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৪০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষা আনুপাতে শনাক্তের হার ৬৩ দশমিক ০৮ শতাংশ। 

এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ৬৪ দশমিক ৫২ শতাংশ এবং গত বৃহস্পতিবার ছিল ৭৪ দশমিক ৮৪ শতাংশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি