ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে হু হু করে বাড়ছে কোভিড সংক্রমণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৬:১৪, ৩০ জানুয়ারি ২০২২

বাগেরহাটে করোনাভাইরাসের পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় ৭০ জন পজিটিভ হয়েছেন। পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ। জানুয়ারি মাসের মধ্যে এই হার সর্বোচ্চ।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬২ জনে। 

বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। এছাড়া বাসা-বাড়িতে চিকিৎসাধীন আছেন ৪১৪ জন। 

এদিকে, করোনা টিকা গ্রহীতাদের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবক ও নার্সরা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ১১ লাখ ২৭ হাজার ৮২৭ জন, জনসংখ্যা বিবেচনায় এই হার ৬৪ দশমিক ৬৫ শতাংশ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৭৩৪ জন, শতকরা হার ৪৪ দশমিক ৫২ শতাংশ। আর বুস্টার ডোজ নিয়েছেন ২৪ হাজার ৫৭৮ জন, শতকরা হার ১ দশমিক ১৪ শতাংশ। 

এছাড়া জেলায় শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৫৬ জন, যার শতকরা হার ১১৩ দশমিক ৮৩ শতাংশ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৫ হাজার ৩৫২ জন, শতকরা হার ৬২ দশমিক ৪৬ শতাংশ।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, জেলায় দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। জানুয়ারি মাসের মধ্যে গত ২৪ ঘন্টার শনাক্তের হার সর্বোচ্চ। স্বাস্থ্যবিধি না মানার কারণেই এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তিনি।

এই অবস্থায় যারা এখনও টিকা নেননি তাদের দ্রুত টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি