ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৯:০৯, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল স্থলবন্দরে ১ নং গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ব্যাটারি চালিত ভ্যান থেকে পড়ে গিয়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। 

এ সময় চালকসহ ট্রাকটি আটক করা হয়। নিহত সুরাইয়া বেনাপোল পোর্ট থানার নারায়নপুর (বিশ্বাস বাড়ি) গ্রামের সাইফুল ইসলাম লিমনের স্ত্রী। 

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার এএসআই মুরাদ হোসেন জানান, বেনাপোল স্থলবন্দরের ১নং গেইটের সামনে পাঁকা রাস্তার উপর থাকা একটি ট্রাক পেছনে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে। তখন ভ্যানে থাকা মহিলা যাত্রী সুমাইয়া আক্তার চাকায় নিচে পড়ে গুরুত্বর আহত হয়। 

পরবর্তীতে চিকিৎসার জন্য দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ট্রাকসহ চালককে আটক করে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি