ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুন্দরবন থেকে পাচার হওয়া সুন্দরী-গরান গাছ জব্দ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ৩০ জানুয়ারি ২০২২

সুন্দরবনের মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে। পাচার হওয়া এসব গাছ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা থেকে জব্দ করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের এসও (ষ্টেশন অফিসার) সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি। 

এসও সামানুল কাদির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই গাছ কি পরিমান তা আগামীকাল (সোমবার) জানাতে পারবেন বলেও জানান তিনি। 

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কিভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি