ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২১ মামলার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি মাসুদ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫১, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামী এবং ৩টি মামলার ওয়ারেন্টভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন প্রকাশ পিচ্চি মাসুদকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে কোন অস্ত্র পাওয়া যায়নি। 

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মাসুদের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি বিরাজ করছে। রোববার দুপুর আড়াইটার দিকে মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মোল্লা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত পিচ্চি মাসুদ মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, ১টি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্য ও ৮টি রাজনৈতিক মামলা রয়েছে। এছাড়াও সে ৩টি জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সপ্তম ধাপের ইউপি নির্বাচনের আগে দুর্ধর্ষ ডাকাত পিচ্চি মাসুদকে গ্রেপ্তার করায় মুছাপুরসহ সমগ্র কোম্পানীগঞ্জে জনমনে স্বস্তি বিরাজ করছে। তার গ্রেপ্তারের খবরে কয়েকটি এলাকায় মিষ্টি বিতরণ করা হচ্ছে বলেও জানা গেছে। গত ১ বছরের অধিক সময় ধরে কোম্পানীগঞ্জে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গত বছরের ১২ মে বসুরহাট পৌরসভার করালিয়ায় পিচ্চি মাসুদ তার অপর সহযোগি কেচ্চা রাসেলসহ প্রকাশ্যে অস্ত্র উচিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল। তাকে বহুবার প্রকাশ্যে অস্ত্রহাতে জনসম্মুখে দেখা গেছে। যার খবর বিভিন্ন পত্র-পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল। ইতিপূর্বে কেচ্চা রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে এখন জেলহাজতে রয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী পিচ্ছি মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি