ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জেব্রা গুলোকে হত্যা করা হয়েছে! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ৩০ জানুয়ারি ২০২২ | আপডেট: ২১:০৩, ৩০ জানুয়ারি ২০২২

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মারা গেছে ১১টি জেব্রা ও ১টি বাঘ । এতগুলো প্রাণী মারা যাওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। ঘটনা তদন্তেকাজ শুরু করেছে ৫ সদস্যর কমিটি। জেব্রা গুলোকে হত্যা করা হয়েছে বলে দাবি করে দায়ীদের বিচার চাইলেন স্থানীয় সংসদ সদস্য। 

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি কোর পার্কে জেব্রা ছিলো ৩১টি আর বাঘ ১০টি। ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত একে একে মারা যায় ১১টি জেব্রা। ১২ জানুয়ারি মারা যায় এক বাঘ।

হঠাৎ করে একের পর এক প্রাণীর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্ব পালন নিয়ে উঠেছে প্রশ্ন। জেব্রা গুলোকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজ।

তিনি বলেন, " এর মধ্যে কোনও ষড়যন্ত্র থাকতে পারে বলে আমি মনে করি। আমার কাছে মনেহয় জেব্রা মারা যায়নি, হত্যা করা হয়েছে।"

বাঘটি দেড় মাস অসুস্থ থাকার পর রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল কবীরের। 

তিনি বলেন, " এক দেড় মাস চিকিৎসার পর এটা মারা গেছে। এটা আসলে আমরা সিরিয়ালে পরীক্ষা-নিরীক্ষা করেছি।"

জেব্রার মৃত্যুর কারণ অনুসন্ধান, দায়িত্বে অবহেলাকারীদের চিহ্নিত করতে ৫ সদস্যের তদন্ত কমিটি সাফারি পার্ক পরিদর্শন করেন।

কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার ভৌমিক বলেন, "এরসাথে কোনও কর্মকর্তা যারা সস্লিষ্ট তাদের কোনও দায় দায়িত্ব আছে কি না তা নিরূপণ করা। এই ব্যাপারে ভবিষ্যতে করণীয় কী এবং এই ধরনের ঘটা যে ঘটেছে তার সুপারিশ যেন আমরা রাখি।" 

এর আগে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের পর নমুনা পাঠানো হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রোগের লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে পার্ক কর্তৃপক্ষ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি