ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৫, ৩০ জানুয়ারি ২০২২

যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি মেনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মোহনদাস করমচাঁদ গান্ধীর (মহাত্মা গান্ধী) ৭৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।

গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ট্রাস্টের প্রধান কার্যালয়ে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

রোববার সকালে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারের নেতৃত্বে বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি এবং আমন্ত্রিত যুব শিক্ষার্থীদের অংশগ্রহণে গান্ধী স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর ভাস্কর্যে পুষ্প মাল্য অর্পন করেন। পরে গান্ধীর ভাস্কর্যে প্রদীপ প্রজ্জ্বলন এবং সর্ব ধর্মীয় প্রার্থনা করা হয় । সর্ব ধর্মীয় প্রার্থনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং গান্ধী আশ্রম ট্রাস্টের শিল্পীদের অংশগ্রহণে নাটিকা ‘মহাত্মা গান্ধীর শেষ প্রর্থনা’মঞ্চস্থ হয়েছে। 

ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার এর সভাপতিত্বে এবং মনিটরিং এন্ড ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর খায়রুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা শংকর বিকাশ পাল, পিস্-কো অর্ডিনেটর অসীম কুমার বকসী, ইন্টারনাল অডিটর মো. হাবিবুর রহমান, অফিস ম্যানেজার পূজা রাহা, স্বপন চন্দ্র পাল, গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গৌরী মজুমদার’সহ অনেকে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি