ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৫, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিনহা হত্যা মামলার রায়কে সামনে রেখে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ওসি প্রদীপ কুমারের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা।  এসময়ে ওসি প্রদীপ ও লিয়াকতসহ সিনহার হত্যা মামলার আসামিদের ফাঁসি দাবি করেন ভুক্তভোগীরা।  

সোমবার সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নির্যাতিত ব্যক্তি অংশ নেন।

এতে বক্তব্য রাখেন ওসি প্রদীপের হাতে নির্যাতনের শিকার কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তাফা খান, ভুক্তভোগী হামজালাল ও ক্রসফায়ারে ছেলে হারানো হালিমা খাতুনসহ আরও কয়েকজন।  

তারা বলেন, ক্রসফায়ারেরর নামে বহু মানুষকে হত্যা, ধর্ষণ, অপহরণসহ নানা অপকর্মে জড়িত ছিলেন ওসি প্রদীপ। এর কোনো প্রতিকার পাননি তারা, তাই সিনহা হত্যা মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন। এই মামলায় ওসি প্রদীপের ফাঁসি হলে স্বজন হারানোর সান্ত্বনা পাবেন, বলেন তারা।

এসময় নির্যাতিত পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন টেকনাফ সদরের হামজালাল, মুরাদ হাসান, হালিমা বেগম ও হোয়াইক্ষ্যংয়ের হাফেজ আহমদ। তারা ওসি প্রদীপের ফাঁসি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান। 

মানববন্ধন চলাকালীন সময়ে ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে কিছুক্ষণ পর পর স্লোগান দেন তারা। 

এর আগে সকাল ৭টা থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নারী পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোষাকের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও। 

কক্সবাজার জেলা পুলিশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অন্যান্য সময়ের তুলনায় এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি