ভ্যান নিয়ে পালানোর সময়ে গণধোলাই, নিহত ১
প্রকাশিত : ১২:১৮, ৩১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৩:১৬, ৩১ জানুয়ারি ২০২২
কুষ্টিয়ার মিরপুরে ভ্যান চুরি করে পালানোর সময়ে গণধোলাইয়ের শিকার হয়ে নিশান (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়নাল (৩৮) নামে অপর একজন আহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে কিছু চোর ওই গ্রাম থেকে একটি ভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া দেয় গ্রামের লোকজন। অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও দুজন চোরকে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা।
এতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন জয়নাল।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এছাড়া নিশানের মরদেহের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ/
আরও পড়ুন