ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিনহা হত্যার রায় শুনতে আদালতে উৎসুক জনতার ভিড়

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৪, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান মামলার রায় শুনতে কক্সবাজার আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। 

সোমবার সকাল থেকে ধীরে ধীরে মানুষের ভীড় বাড়তে থাকে আদালত প্রাঙ্গণে। 

কক্সবাজার জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ এবং আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাবের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। 

তবে আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে দুপুরের পরে এ মামলার কার্যক্রম শুরু হবে।

প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও সেই মামলার রায় নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। সবখানেই চলছে এ মামলার রায় নিয়ে আলোচনা। কেউ বলছেন ওসি প্রদীপ-এসআই লিয়াকতের ফাঁসি হবে, আবার কেউ বলছেন সব আসামির ফাঁসি বা যাবৎজীবন কারাদণ্ড দিতে পারে আদালত। 

মামলার রায় ঘোষণা না হওয়া পর্যন্ত এসব কৌতূহলী মানুষের ভিড় থাকতে পারে।

এদিকে, সিনহা হত্যা মামলার রায়কে সামনে রেখে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওসি প্রদীপ কুমার দাশের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা। সকাল পৌনে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে ভুক্তভোগীরা ওসি প্রদীপ ও লিয়াকতসহ সিনহার হত্যা মামলার আসামিদের দাবি করেছেন। 

২০২১ সালের ২৭ জুন জেলা ও দায়রা জজ আদালতে মামলার চার্জ গঠন করা হয়। এর মধ্য দিয়ে শুরু হয় বিচারকাজ। কয়েক দফায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জেরার সম্পন্ন হয়। সর্বশেষে ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক উপস্থাপনের শেষ দিনে ৩১ জানুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি