ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দৌলতদিয়া ঘাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৩১ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু ২১ জেলার প্রবেশ দ্বার দৌলতদিয়া ঘাটে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা মাস্ক ব্যবহারেও রয়েছে অনীহা। 

সোমবার সকালে ফেরি ও লঞ্চ ঘাটে ভীড় করে যাতায়াতের পাশাপাশি মুখে মাস্ক পড়তে দেখা দেখা যায়নি বেশির ভাগ যাত্রীদের। সকলের মাঝেই মাস্ক পরার অনীহা লক্ষ্য করা গেছে। কারো মাঝে ভয়- ভীতি লক্ষ্য করা যায়নি।

এছাড়া ফেরি বা লঞ্চের কোনটাতেই স্যানিটাইজার বা স্প্রে ব্যবহার করা হচ্ছেনা। 

ঢাকাসহ বিভিন্ন জেলায় যেতে ও আসতে এসব যাত্রীরা স্বাস্থ্যবিধি না মানার কারণে গ্রামগঞ্জে করোনাভাইরাস ছড়িয়ে পরার আশঙ্কা দেখা দিয়েছে। 

উদাসিনভাবে সংক্রমণের ঝুঁকি নিয়ে এসব যাত্রী সাধারণ অবাধে পারাপার হচ্ছেন। এতে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজবাড়ীতে।

এসব যাত্রীরা যে জেলাগুলোতে যাচ্ছেন সে জেলায়ও করোনা বিস্তারের ঝুঁকি রয়েছে। 

এসব ক্ষেত্রে লঞ্চ মালিক ও বিআইডব্লিউটি’এ কর্তৃপক্ষের কোন ধরনের কার্যক্রম দেখতে পাওয়া যায়নি। 
আগে ঘাট এলাকায় ঢুকতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেলেও এখন আর সেটা চোখে পরছেনা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি