ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছিরের মায়ের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩১ জানুয়ারি ২০২২ | আপডেট: ১৭:১৬, ৩১ জানুয়ারি ২০২২

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগম মারা গেছেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

এছাড়া শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি মেয়র মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম সিটির সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী প্রমুখ। 

জানা গেছে, আজ বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর কদম মোবারক মসজিদ প্রাঙ্গনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি