ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নওগাঁ সীমান্তে বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪২, ৩১ জানুয়ারি ২০২২

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃত যুবকের নাম সিফাতুল ইসলাম সিফাত (৩১)। তিনি উপজেলার উমার ইউনিয়নের চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।

জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের চকিলাম বিওপির অধীনে সীমান্তবর্তী মেইন পিলার ২৬৭ এর সাব পিলার ৫ এর নিকট থেকে সোমবার ভোর রাতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় বিএসএফ ১৩৭ ব্যাটালিয়নের শালিগ্রাম ক্যাম্পের সদস্যরা ভারতের ভুলকিপাড়া নামকস্থান থেকে তাকে আটক করে। 

এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন, বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান,আটক যুবক ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করে দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট) থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি