ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিজয়ী দাদার জন্য মালা আনতে গিয়ে নাতির মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২২

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দাদার বিজয়ের উল্লাসে মালা আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত নাঈম উপজেলার বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে বিজয়ী আব্দুর রহমান লেবনের নাতি।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দীঘিরপাড় খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের জাকির হোসেনের ছেলে। 

নিহতের চাচা পাপ্পু এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাহ্রা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য পদে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান লেবন। দাদার বিজয়ের সংবাদ পেয়ে সোমবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে ফুলের মালা আনতে যায় নাঈম। পথে বক্সনগর ইউনিয়নের খালপাড় দীঘিরপাড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা লেগে ছিটকে পরে সে আহত হয়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই দেব দুলাল দে বলেন, এ বিষয়ে কেউ থানাকে অবহিত করেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি