ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৭:৫১, ১ ফেব্রুয়ারি ২০২২

বাগেরহাটে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মাণ সামাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান।  নির্মাণ সামাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাসান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাবেরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের প্রবেশন অফিসার সোহেল পারভেজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সুমিতাই ইয়াসমিন উপস্থিত ছিলেন। কর্মশালায় বাগেরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

দিনব্যাপি এই কর্মশালায় সাইবার অপরাধের কুফল, ব্যাপকতা ও সাইবার অপরাধ থেকে দূরে থাকার উপায় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। এর পাশাপাশি সাইবার অপরাধ মুক্ত থাকতে যুবসমাজ ও শিক্ষার্থীদের করনীয় বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিগণ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি