ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পিকনিক থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৪১, ২ ফেব্রুয়ারি ২০২২

শেরপুরের শ্রীবরদীতে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। আহতদেরকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা পিকনিক শেষে বাড়ি ফিরছিলেন।

মঙ্গলবার রাতে উপজেলার কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। 

নিহত ইসমাইল হোসেন পূর্ব খড়িয়াকাজির চর এলাকার আবু তালেব ও সাইদুল ইসলাম একই এলাকার সেলিম মিয়ার ছেলে। নিহত দুইজনই এসএসসি পরীক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তারা ১৫ জন শ্রীবরদীর পূর্ব খড়িয়াকাজিরচর এলাকা থেকে পিকআপ দিয়ে পিকনিকের উদ্দেশ্যে ঝিনাইগাতী উপজেলা গজনী অবকাশে যায়। পিকনিক শেষে সন্ধ্যার দিকে গজনী অবকাশ থেকে ফিরে শ্রীবরদী বাজার আসে। পরে বাজার থেকে একটি ট্রলি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে রাত সাড়ে ১১টার দিকে কলাকান্দা-দিয়ারচর এলাকার ব্রীজের কাছে গেলে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। 

এতে ট্রলিতে থাকা সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ১০ জনকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। 

শেরপুর জেলা হাসাপাতালের চিকিৎসক হুমায়ুন আহমেদ বলেন, দশ জনের মধ্যে আমরা ২ জনকে মৃত অবস্থায় পেয়েছি। গুরুতর অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকি সাত জনকে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘটনার পর ট্রলির চালক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যান। 

এ ঘটনায় শ্রীবরদী থানায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি