ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাঁদা না পেয়ে বৃদ্ধকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২ ফেব্রুয়ারি ২০২২

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে বসত ঘর নির্মাণে দাবিকৃত চাঁদা না পেয়ে রহমত উল্ল্যাহ (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করেছে সন্ত্রাসীরা। আশাঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার রাতে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়। এর আগে বিকালে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ। 

গুলিবিদ্ধ রহমত উল্যাহ (৫৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত উল্যাহ তার বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ চায় স্থানীয় এক ঠিকাদার। কিন্তু তাকে কাজ না দিলে সে ক্ষিপ্ত হয়। এঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ফরহাদ ও জোবায়েরের নেতৃত্বে ওই বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। 

এসময় হামলাকারীরা নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে রহমতের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। 

পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় আহতের ভাই বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি