ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ভাত চেয়ে পোস্টার করা ছেলেটিকে চাকরি দিলো ‘স্বপ্ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২২

দুই বেলা ভাতের বিনিময়ে পড়তে চাওয়া বগুড়ার সেই  আলমগীর কবিরের চাকরি হল দেশের নাম্বার ওয়ান সুপারশপ স্বপ্ন-তে।

বুধবার ২ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে আলমগীর বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তীর কার্যালয়ে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে তার সঙ্গে আলাপ করার পর সেখানে বিকেলে উপস্থিত হন স্বপ্নর রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল।

এরপর জুমে আলমগীর কবিরের ইন্টারভিউ নেয়া হয় । এ সময় আলমগীর কবিরসহ জুমে যুক্ত হন স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী এবং মিডিয়া অ্যান্ড পি আর ম্যানেজার মো: কামরুজ্জামান মিলু ।

ইন্টারভিউ শেষে আলমগীর কবিরকে স্বপ্ন'র ঢাকার তেজগাঁওস্থ অফিস কার্যালয়ে বিজনেস রিসার্চ বিভাগে রিসার্চ অ্যাাসোসিয়েট হিসেবে নিয়োগের জন্য বলা হয় ।

এরপর আলমগীর কবিরের সম্মতি পাবার পর তার হাতে নিয়োগপত্র তুলে দেন বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং স্বপ্ন'র রিটেইল এক্সপেনশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল । আর্থিক অনটনের কারণে আলমগীর কবিরের তিন বেলা ঠিকমতো খাওয়া হচ্ছিল না।

এই কারণে উপায় না দেখে সম্প্রতি তিনি আশ্রয় নেন বিজ্ঞাপনের। দেয়ালে সাঁটানো বিজ্ঞাপনে তিনি জানান, ‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই।’

দেয়ালে দেয়ালে লাগানো সেই বিজ্ঞাপনের ছবি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। এর পর থেকে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি