ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

উল্লাপাড়ায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২১:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে মেয়রের নিজস্ব অর্থায়নে উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুইশ চা দোকানদারদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। 

এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজদার হোসেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. তোফায়েল ইসলাম বকুল, যুবলীগ নেতা আল হেলাল রতন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান শাওনসহ অন্যান্যরা।

এ সময় প্রধান অতিথি মেয়র নজরুল বলেন, নিম্ন আয়ের চা দোকানদারদের শীত নিবারনের জন্য প্রতি বছরের ন্যায় মুজিববর্ষেও নিজস্ব উদ্যোগে প্রায় দুইশ' জনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি