ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় ১৪ মাদক মামলার আসামি ফের মাদকসহ আটক

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:১৪, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত থেকে ১৪ মাদক মামলার আসামি ফুলছুদ্দিন খাঁ (৪০) কে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফুলছুদ্দিন খাঁ যশোরের শার্শা উপজেলার পাকশিয়া খালপাড়া গ্রামের সুলতান খাঁর ছেলে। 

যশোরের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ডিবির একটি দল শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের আসামীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। 

আটককৃত ফুলছুদ্দিন খাঁর বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ১৪ টি মাদক মামলা রয়েছে। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 
কেআই//

 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি