ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীর করোনা ইউনিটে মৃত্যু ৫, আক্রান্ত ১৮৩

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার বিভিন্ন সময়ে করোনা ইউনিটের ১৬, ২৯/৩০ ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে একজন করোনাভাইরাস পজিটিভ ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকি চারজন মারা যান করোনার উপসর্গ নিয়ে। এদের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহীতে এবং একজন নাটোরের। 

তিনি বলেন, মৃত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। যাদের দুজনের বয়স ৬০ ও দুজন ৫০ বছরের উপরে। আর একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

রামেক হাসপাতাল পরিচালক আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৬৫ জন। যাদের মধ্যে করোনা আক্রান্ত ৩৯ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৬ জন। ২৪ ঘন্টায় রোগি ভর্তি হয়েছে ১৬ জন। একই সময়ে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন। 

শামীম ইয়াজদানী জানান, বুধবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা আনুপাতে শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি