ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

চারদিন ধরে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০২, ৩ ফেব্রুয়ারি ২০২২

আমদানি-রফতানি বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক

আমদানি-রফতানি বন্ধ থাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক

ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘট চলায় বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য চার দিন ধরে বন্ধ রয়েছে। কলকাতায় শুল্ক দফতরের সঙ্গে ক্লিয়ারিং এজেন্টদের বৈঠক হলেও কোন সমাধান হয়নি। ফলে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।
 
আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস, পণ্য উঠানামা ও শুল্কভবনের সকল কাজকর্মসহ দু’দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার ক্লিয়ারিং এজেন্টরা পেট্রাপোলের বাকি সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন এই আন্দোলন চলবে নাকি কর্মবিরতি থেকে সরে চালু করবেন আমদানি-রফতানির কাজ।

পেট্রাপোল এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন, টানা চারদিনে পড়ল আন্দোলন। পেট্রাপোল বন্দর বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে সীমান্ত বাণিজ্য। আমরা চাই দ্রুত এর সমাধান করে বন্দরের কাজের গতি আসুক।

এদিকে, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতের পেট্রাপোল বন্দরে ধর্মঘটের কারণে চতুর্থ দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে তারা বিষয়টির মিমাংসার চেষ্টা চালাচ্ছেন।

আমদানি-রফতানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস, পণ্য উঠানামা, শুল্কভবনের কাজকর্ম ও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি