ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নাজমুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ৩ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহীর বাঘার নাজমুল হোসেন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেয়া হয়েছে। এছাড়া প্রমাণ না হওয়ায় এ মামলা থেকে খালাস পেয়েছেন ১৫ জন। 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বাঘার সুলতানপুর গ্রামের মিন্টু আলী, রানা, পানা, আরিফ হোসেন, শরিফ হোসেন ও লালপুর উপজেলার মনিহার গ্রামের আরজেদ আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এনতাজুল হক বাবু বলেন, এ মামলার আসামি করা হয় ২৫ জনকে। তাদের মধ্যে চারজন শিশু। সম্পূরক অভিযোগপত্র দিয়ে ওই চার শিশুকে বিচারের জন্য পাঠানো হয় আদালতে। যা বিচারাধীন রয়েছে। 

বাকি ২১ জনের বিচার হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যাদের মধ্যে ছয়জনকে যাবজ্জীবন ও ১৫ জনকে খালাস দিয়েছে আদালত, জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

মামলার বিবরণে জানা যায়, ভাগ্নিকে উত্যক্তের প্রতিবাদের জের ধরে ২০২০ সালের ১৪ জানুয়ারি বিকেলে বাঘার সুলতানপুর গ্রামে নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নাজমুলের পিতা আজিজুর রহমান বাদি হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে পুলিশ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে চারজনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি