ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সাফারি পার্কে অসুস্থ সিংহীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৮:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় অসুস্থতার কারণে একটি আফ্রিকান সিংহীর মৃত্যু হয়েছে। সিংহীটির বয়স আনুমানিক এগারো বৎসর। 

এর আগে গত বছরের ১১ আগস্ট প্রথমে সিংহীটির অসুস্থতা শনাক্ত হয়। এ সময় সিংহীটির পেটের দিকে পানি জমে থলির মত অংশ ঝুলে থাকতে দেখা যায়। শারীরিক অসুস্থতা শনাক্ত হওয়ার পর হতেই নিয়মিতভাবে মিরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ডাঃ এবিএম শহীদ উল্ল্যাহ; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ভেটেরিনারী টিচিং হাসপাতালের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের পরিচালক প্রফেসর ডঃ মোঃ রফিকুল আলম এর পরামর্শ মোতাবেক পার্কের ভেটেরিনারী অফিসার চিকিৎসা প্রদান অব্যাহত রাখেন।

এরপর, বিভিন্ন সময়ে সিংহীটির বাম পায়ে সমস্যা দেখা দেয়, মুখ দিয়ে রক্ত বের হয় এবং শ্বাসকষ্টজনিত লক্ষণ দেখা যায়।  

গত ২ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ৪টা ১৫ মিনিটের সময় সিংহীটি চার পা ঝাঁকুনি দিয়ে শায়িতভাবে কাঁপতে থাকে। পার্কের ভেটেরিনারী সার্জন ডাঃ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চিকিৎসা প্রদান করেন। এরপর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার হতে পূর্বের ন্যায় শ্বাসকষ্ট হলে সিংহীটিকে পার্কের ভেটেরিনারী সার্জন চিকিৎসা প্রদান করেন। যথাবিধি চিকিৎসা প্রদানের পরেও বেলা ১টার দিকে অসুস্থ সিংহীটিকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি